শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

টেকনাফের শাহপরীরদ্বীপ থেকে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফের শাহপরীরদ্বীপ থেকে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ

অনলাইন বিজ্ঞাপন

জেলা প্রতিনিধি, কক্সবাজার.
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ এলাকা থেকে ফের ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।
সোমবার সকালে দ্বীপের নোয়াপাড়া এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড টেকনাফ পূর্বজোনের সহকারি গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার বিএন আবদুল্লাহ আল ফারুক।
তিনি জানান, শাহরীরদ্বীপের নোয়াপাড়া এলাকায় দু’জন ব্যাক্তি পলিথিনের ব্যাগে করে কি যেন নিয়ে যাচ্ছিলেন। এমন সময় কোস্টগার্ডের টহলদল তাদের দাঁড়াতে বললে তারা হাতের ব্যাগগুলো ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পলিথিন গুলো উদ্ধার করে খুলে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। এব্যাপারে আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে বলে উল্লেখ করেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।
উল্লেখ্য, গত ১৪ মার্চ সকাল ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম অংশে ঝুপের ভেতর অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একলাখ পিস এবং ১৬ মার্চ শুক্রবার একই ভাবে অভিযান চালিয়ে আবারো ৩ লাখ পিস ইয়াবা জব্দ করে কোস্টপার্ড সদস্যরা। এর দুদিনের মাথায় শাহপরীরদ্বীপ থেকে এসব ইয়াবা জব্দ করা হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM