শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার মতবিনিময় সভা সম্পন্ন

ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার মতবিনিময় সভা সম্পন্ন

অনলাইন বিজ্ঞাপন

এম আবুহেনা সাগর,ঈদগাঁও

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম উদ্দীন বলেন, পাবলিক পরীক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের নিজ নিজ আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা কেন্দ্রে সব ধরণের মোবাইল ফোন আনা যাবে না। তবে সাধারণ মানের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

৩১শে জানুয়ারী দুপুরে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেছেন।

মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত।

সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত এ মতবিনিময়ে অংশ নেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা হেফাজতুর রহমান নদভী, ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা নুরুল আলম আখতারী, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল হক, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউল আলম, নাইক্ষ্যংদিয়া এস.টি দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ফজলুল হক, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মমতাজ সাঈদা আজিম।

উপস্থিত ছিলেন, খোদাইবাড়ী এ.জি লুৎফুল কবির আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হোছাইন, ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল আমিন, চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কামরুজ্জামান, পালাকাটা গোলজার বেগম দাখিল মাদ্রাসা সুপার আনিছ মো. আবদুল্লাহ, গোমাতলী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবদুল জলিল প্রমুখ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM