শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন

লাবণী পয়েন্ট ফিশিং বোট ডুবি

লাবণী পয়েন্ট ফিশিং বোট ডুবি

অনলাইন বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট বঙ্গোপসাগরে ফিশিং বোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সৈকতের জেটস্কি চালকেরা ৮ জেলেকে উদ্ধার করেছে। বুধবার বেলা ১১টার দিকে এই বোটডুবির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন উদ্ধার হওয়া জেলেরা।

উদ্ধার জেলেদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সংশ্লিষ্টরা এই তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, খুরুশকুলের শফিক (৩৭), শাহাবুদ্দিন (৪৫), আবদুল গফুর (৫৬), আয়ূব আলী(৩৪), শহরের সিটি কলেজ এলাকার সেলিম (২৪), আয়াজ বাবুল (২০), জহির (৩৪) ও করিম উল্লাহ (৩৩)।

ডুবে যাওয়া বোটটির মালিক কক্সবাজার শহরের সিটি কলেজ এলাকা কাসেম।

উদ্ধারকারী জেটস্কি চালক মো. আবছার মিয়া জানান, প্রবল ঢেউয়ের কবলে পড়ে বোটটি ডুবে যায়। তা দেখতে পেয়ে আমি ও মো. হোসেন জেটস্কি নিয়ে ডুবে যাওয়া জেলেদের উদ্ধারে এগিয়ে যায়। ততক্ষণে ট্যুরিস্ট পুলিশের একটি টিমও উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

তিনি বলেন, সাগরের প্রতিকুল ঢেউএ প্রচেষ্টা চালিয়ে বোটের ৮ জেলেকেই উদ্ধার করতে সক্ষম হয়।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, বোটটি গভীর সাগরের মাছ ধরতে যাওয়া পথে ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশের টিম ও দু’জন জেটস্কি চালক ডুবে যাওয়া জেলেদের উদ্ধার করে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM