বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

রামু’র দঃ মিঠাছড়ি সাদর পাড়ার ১২ জনের বিরুদ্ধে সন্ত্রাসী ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা

রামু’র দঃ মিঠাছড়ি সাদর পাড়ার ১২ জনের বিরুদ্ধে সন্ত্রাসী ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা

অনলাইন বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

রামু দক্ষিণ মিঠাছড়ি কাইম্যার ঘোনার আওয়ামীলীগ কর্মী রাহমত উল্লাহ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একই ইউনিয়নের সাদর পাড়াস্থ ওমর আলীর পুত্র শফি আলমসহ ১২ জন কে আসামী করে মামলা দায়ের করেছে। মামলার এজাহারে সন্ত্রাস, মাস্তানী, ছিনতাই, চাঁদাবাজি ও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। গত ১৪ জানুয়ারি দুপুর ১২.১৫ মিনিটের সময় কক্সবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রাণাধীন শিল্প নগরী বিসিক এর দক্ষিণে অবস্থিত উঠনী নতুন বাজারে এক সেলুনে চুল কাটার সময় প্রতিপক্ষ পূর্ব শুত্রæতার জের ধরে অর্তকিত এসে তাকে আটকে ফেলে। এজাহারে উল্লেখিত ১ নং আসামী শফি আলম পকেটে থাকা রাহমত উল্লাহর কাছ থেকে জোরপূর্বক ২ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং অপরাপর আসামীদের ফোন করে ঘটনাস্থলে নিয়ে এসে বাদী রাহমত উল্লাহর উপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে স্বজোরে আঘাত করলে রাহমত উল্লাহর মাথা ফেটে রক্ত বের হয়। এরপরপর ২ ও ৩ নং আসামী যথাক্রমে শওকত হোসেন ও মোঃ ইসলাম লোহার রড ও দারালো অস্ত্র দিয়ে উপর্যপরি আঘাত করায় আহত রাহমত উল্লাহ সঙ্গাহীন হয়ে মাটিতে পড়ে যায়। অন্যান্য আসামীরা পার্শ্ববর্তী ব্যবসায়ী ও লোকজন কে রাহমত উল্লাহ কে উদ্ধার করতে এগিয়ে আসতে বাধা সৃষ্টি করে বলে প্রত্যক্ষদর্শিরা জানায়। ঘটনার বেশ কিছুক্ষণ পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে। এসময় এলাকাবাসী পুলিশের সাহস পেয়ে সঙ্গাহীন রাহমত উল্লাহকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনার দ্রæত বিচার দাবি করে আহত রাহমত উল্লাহ সুনির্দ্ধিষ্ট ১২ জন কে আসামী করে গত ১৫ জানুয়ারি সদর মডেল থানায় মামলা দায়ের করে।
উল্লেখ্য এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শিরা জানিয়েছে দীর্ঘ বিরোধের জের ধরে রাহমত উল্লাহর উপর প্রতিপক্ষের অস্ত্রধারীরা হামলা চালিয়েছে এবং পকেট থেকে ছিনিয়ে নিয়েছে নগদ টাকাও। এ ঘটনার প্রতিবাদে দঃ মিঠাছড়ির চেইন্দা সাদর পাড়া, বিসিক শিল্প নগরী ও লিংক রোডের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন গতকাল সংঘটিত ঘটনাস্থলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে। এতে জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও ঝিলংজা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ সিকদার উপস্থিত থাকার কথা ছিলো। প্রশাসনের অনুরোধে পূর্ব নির্ধারিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল স্থগিত করা হয়। তা সত্বেও লিংরোডে শত শত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থি হলে নীতি নির্ধারক মহলের অনুরোধে সকলে শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতি বজায় রেখে প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাড়ী ফিরে যায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM