মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন

চকরিয়ায় মহাসড়কে ওষুধ কোম্পানীতে কর্মরতদের মানববন্ধন

চকরিয়ায় মহাসড়কে ওষুধ কোম্পানীতে কর্মরতদের মানববন্ধন

অনলাইন বিজ্ঞাপন

মনজুর আলম

সরকারী চাকুরিজীবীদের বেতন-ভাতা দ্বিগুন করায় এর সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা বাড়ানোর দাবীতে কক্সবাজারের চকরিয়ায় মানববন্ধন করেছে ওষুধ কোম্পানীর মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোশিয়েশন (‘ফারিয়া’-চকরিয়া)।

গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ফারিয়া’র কয়েকশ সদস্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহর চিরিঙ্গাস্থ সমবায় মার্কেটের সামনে এই কর্মসূচীতে অংশ নেয়। মানববন্ধনে দাবি জানানো হয়, বেতন, টিএ, ডিএ, সাপ্তাহিক ছুটি, চাকুরীর নিশ্চয়তা, অবসর সুবিধা প্রদানসহ পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ঝুঁকি বহনের দাবিতে এই মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন, ‘ফারিয়া’র চকরিয়ার সভাপতি মিজানুর রহমান, সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, উপদেষ্টা তারেকুল ইসলাম চৌধুরী, এ.এইচ.খান লিটন, ফরহাদ হোসেন, মেহেদী হাসান পারভেজ প্রমূখ।

বক্তরা দাবি করেছেন, সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দ্বিগুণ করলেও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি হয়নি। এতে ওষুধ কোম্পানীতে কর্মরতরা পরিবার-পরিজন নিয়ে মানসম্মতভাবে বেঁচে থাকতে পারছে না।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য  তাই সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নির্দেশ দেওয়ার অনুরোধ করছি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM