শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন

প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে

প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে

অনলাইন বিজ্ঞাপন

কক্সবাজার ২৩ জুন ১৯ ইং

কক্সবাজারে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে রবিবার (২৩ জুন) সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রান সড়ক প্রদক্ষিণ শেষে পুন:রায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়স্থ শহীদ এটিএম জাফর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, কক্সবাজার জেলা প্রশাসক মো:  কামাল হোসেন।

সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। জনগণ যেন স্বল্প ব্যয়ে দ্রুত সময়ে, নির্বিঘ্নে তাদের কাঙ্খিত সেবা পেতে পারে তা নিশ্চিত করতে হবে।

তিনি, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সকল কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহবান জানান।

পরে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে সেবা প্রহীতাদের নিকট সরাসরি সেবা প্রদান করা হয়।

এ সময়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী, অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM