বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন

জুলাই মাসের রাজস্ব পৌনে পনেরো কোটি টাকা

জুলাই মাসের রাজস্ব পৌনে পনেরো কোটি টাকা

অনলাইন বিজ্ঞাপন

টেকনাফ, ২ আগষ্ট ১৯ ইং
চলতি ২০১৯-২০ অর্থ বছরের প্রথমার্ধেই গেলো জুলাই মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বানিজ্য খাত থেকে ১৪ কোটি ৭০ লাখ ১২ হাজার টাকা রাজস্ব আদায় করেছে টেকনাফ স্থল বন্দর শুল্ক বিভাগ। তবে অন্যন্য বারের মতো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আধৌ মাসিক টার্গেট নির্ধারন করেনি বলে জানিয়েছে স্থল বন্দর শুল্ক বিভাগের দায়িত্বশীল সূত্র।
স্থল বন্দর শুল্ক কর্মকর্তা ময়েজ উদ্দীনের বরাতে জানাগেছে, গেলো জুলাই মাসে মিয়ানমার হতে কাঠ, হিমায়িত মাছ, শুটকি, আঁচার, বিভিন্ন মসলা, গবাদি পশুসহ ৬৮ কোটি ৬৪ লাখ ৩৬ হাজার টাকার আমদানীকৃত পণ্য বাবদ ৩শ ৫৭ টি বিল অব এন্ট্রীর বিপরীতে ১৪ কোটি ৭০ লাখ ১২ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে।
তাছাড়া, ৩৬ টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে বিভিন্ন গার্মেন্টস পণ্য, প্লাস্টিক সামগ্রী, মেডিসিন ও সিমেন্ট সহ ১ কোটি ২০ লাখ ১০ হাজার টাকার বিভিন্ন পণ্য মিয়ানমারে রপ্তানী হয়েছে।
অন্যান্য বারের মতো ২০১৯-২০ অর্থ বছরের বাজেট পরবর্তী জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃপক্ষ কোন প্রকার লক্ষ্য মাত্রা নির্ধারন করে দেয়নি। তাছাড়া বন্দরের পরিবেশ ব্যবসায়ীদের অনুকূলে ছিলো এবং আদায়কৃত রাজস্ব সন্তোষ জনক বলে দাবী করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ী নেতাদের দাবী বৈরী আবহাওয়ার কারনে প্রায় দুই সপ্তাহর অধিক সময় ব্যবসায়ীদের পণ্য আমদানী কারতে বেগ পেতে হয়েছে। যদি আবহাওয়া অনুকূলে থাকলে রাজস্বের পরিমান দ্বিগুন হতো বলে দাবী করেন উক্ত ব্যবসায়ী নেতারা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM