শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন

এবার শেড’র গোডাউন থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

এবার শেড’র গোডাউন থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

অনলাইন বিজ্ঞাপন

কক্সবাজার ৫ সেপ্টম্বর ১৯ ইং

মুক্তি’র পর এর শেড’র গোডাউন থেকে দেশীয় তৈরি বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে উখিয়ার মালভিটাপাড়া এলাকাস্থ ‘শেড’ এর গোডাউন থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে দা , ছুরি, নিড়ানী, কোদাল, বেলচা, বল্লম, লাটি রয়েছে।

এসব দেশীয় তৈরি অস্ত্রগুলো রোহিঙ্গাদের জন্য সরবরাহ করা হয়েছে বলে জানা যায়।

দেশীয় তৈরি উদ্ধারে নেতৃত্ব দেয়া উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১ টার দিকে উখিয়া উপজেলা সদরের রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালভিটা পাড়াস্থ শেড এর অফিসে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফখরুল ইসলাম জানান, উদ্ধারকৃত দা , ছুরি, নিড়ানী, কোদাল, বেলচা, বল্লম, লাটি জব্দ করে নিজ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM